Phone : +8801894-801150 Email : projects.zeronebd@gmail.com
support 24/7
project photo

কিভাবে খুব সহজে একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর বানাবেন ?

বাসাবাড়ির পানির ট্যাংক কিংবা শিল্পকারখানার বিভিন্ন তরলপদার্থের ট্যাংক প্রায়ই মনিটরিং করার প্রয়োজন হয়। আজ আমরা তাই খুব সহজে স্বল্প মূল্যে কিভাবে একটি পানির ট্যাংক মনিটরিং করা যায় তা বানিয়ে দেখাবো। এখানে সামান্য কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস ব্যবহার করেই এই "Water Level Indicator" প্রজেক্টি বানানো হয়েছে। এই প্রজেক্টির মাধ্যমে একটি নিদৃষ্ট জায়গায় বসেই আমাদের পানির ট্যাংকএ কতটুকু পানি আছে বা কখন আমাদের মোটরই অফ/অন করতে হবে তা খুব সহজেই বোঝা যাবে। তাহলে চলুন আমরা দেখি...খুব সহজে কিভাবে একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর বানানো যায় ?

ওয়াটার লেভেল ইন্ডিকেটরঃ 

গল্প শুনবেন? আমি আমার বাসায় ছিলাম করোনার সময়ে। আম্মু পানির মটর দিয়ে ট্যাঙ্ক এ পানি উঠাত। যদিও আমি বাসায় ছিলাম ,আমার কাজ ছিল ট্যাঙ্ক ফুল ভরে গেলে পানির মটর অফ করে দেয়া। আমার বার বার  ছাদে উঠতে হত কারন কতটা পানি ভরছে তা দেখার জন্য । আমি পরে ভাবলাম বার বার এত কষ্ট করে ছাদে কেনো উঠবো? তার থেকে বরং একটা ডিভাইস বানাবো জাতে আমি নিচে বসেই দেখতে পারি কি পরিমান পানি আছে  পানির ট্যাঙ্ক এ । যেই ভাবা সেই কাজ , ভাবতে লাগ্লাম কিভাবে করা জায় । পড়াশুনার সুবাদে আমি জানতাম কিভাবে ট্রান্সিস্টর কাজ করে , ট্রান্সিস্টর এর বেইস এ সামান্য পরিমান কারেন্ট দিলে ট্রান্সিস্টর এর কালেক্টর আর  ইমিটর  এর ভিতর অনেক বেশি কারেন্ট প্রবাহিত হয় । সুতারং বলা জায় যে আমি যদি ট্রান্সিস্টর এর বেইস এ সামান্য পরিমান কারেন্ট দেই তাহলে এইটা একটি সুইচ হিসাবে কাজ করবে। এইবার আমি যদি একটা এলইডি ট্রান্সিস্টর এর কালেক্টর  এ লাগিয়ে ট্রান্সিস্টর এর ইমিটর এ গ্রাউন্ড দেই তারপর বেইস এ সামান্য পরিমান কারেন্ট দিলেই এলইডি চালু হবে । এইবার আমি যদি এরকম আরো ৪/৫ সেট  বানিয়ে  প্রত্যেকটা থেকে বেইস নিয়ে পানির ট্যাঙ্ক এ রাখি এবং সাথে যদি একটি পসিটিভ তার রাখি তাহলে  যখন পানি বাড়তে থাকবে তখন পসিটিভ তার  প্রত্যেক টা বেইস এর সাথে সর্ট হবে ফলে সামান্য পরিমান বিদ্যুৎ বেইস এ যাবে জার ফলে এলইডি চালু হবে । ফলে আমি বুজতে পাড়ব পানি কোন লেভেল এ আছে । কিন্তু এত গুলা ট্রান্সিস্টর এক সাথে লাগানো সাথে এর বায়াসিং করা ঝামেলা এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমি ULN2003 IC ব্যাবহার করেছি কারন এর ভিতরে ৭ টা ট্রান্সিস্টর এক সাথে লাগানো আছে আমার যা করতে হবে শুধু পাওয়ার দিতে হবে এবং সিগন্যাল এর তার বের করে পানির ট্যাঙ্ক এ দিতে হবে এবং অউটপুট এ ৭ টা এলইডি লাগাতে হবে । ULN2003 IC এর ৮ নাম্বার পিন গ্রউন্ড, ৯ নাম্বার পিন পাওয়ার, ১-৭ সিগন্যাল, ১০ -১৬অউটপুট। 

Fig: ULN2003 internal circuit and Pin Configuration

Fig: Circuit Diagram of Water Level Indicator.